Skip to Content
ReactWhat is React?

What is React?

React হলো একটি JavaScript লাইব্রেরি যেটি complex UI (User Interface) তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এটি মূলত Component-based Architecture অনুসরণ করে এবং declarative UI তৈরি করতে সাহায্য করে।

ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার Jordan Walke, ২০১১ সালে PHP-এর একটি Component-based framework XHP-js থেকে অনুপ্রাণিত হয়ে React.js তৈরি করেন।

  • ২০১১ সালে প্রথম এটি Facebook Newsfeedএ ব্যবহার করা হয়।
  • ২০১২ সালে Instagram এ ব্যবহার করা হয়।
  • ২০১৩ সালে React.js কে ওপেন সোর্স করে ফেসবুক।
Last updated on